মুক্তিযুদ্ধ মঞ্চের অবরোধ প্রত্যাহার

মুক্তিযুদ্ধ মঞ্চের অবরোধ প্রত্যাহার
মুক্তিযুদ্ধ মঞ্চের অবরোধ প্রত্যাহার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিরূপ মন্তব্যকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে করা রাজধানীর শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাতার করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

শনিবার বিকেল ৫টার দিকে এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ফলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

এর আগে বিকেল ৪টাযর দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের হুমকির প্রতিবাদে শাহবাগের মূল সড়ক অবরোধ করে সংগঠনটি। বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ এবং মৌলবাদী অপশক্তির কুশপুতুলদাহ করা হয়।

অবস্থান কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জনদুর্ভোগের কথা ভেবে আমরা আমাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি। পরবর্তীকালে আর কোনো কর্মসূচি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, কর্মসূচি গ্রহণ করা হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ