১৬ নভেম্বর ২০২০, ২১:২৫

ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান থেকে ৪৩ শিক্ষার্থী আটক

ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান  © সংগৃহীত

ফেনীর হরতলীর রানীরহাটে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান থেকে ৪৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়। সেখানে এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

বিষয়টি নিয়ে শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ফেনী শহর শিবিরের উদ্যোগে এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের নিয়ে কাজিরবাগে নবীন-বরণের আয়োজন করা হয়। একটি সুন্দর আয়োজনে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অন্তত পাঁচ থেকে সাতজন কর্মী সমর্থক আহত হয়। থানায় আটকদের মধ্যে শিবিরের কোনো নেতা নেই বলে দাবি করে তারা।

তবে কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ অস্বীকার করে বলেছেন, নবীন বরণ অনুষ্ঠানের নামে রানীরহাটে কমিউনিটি সেন্টারে ছাত্রশিবির ফেনী শহর শাখার ব্যানারে নেতা-কর্মীদের জড়ো করেছে। খবর পেয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি অনুষ্ঠানস্থল ঘেরাও করে ৪৩ জনকে আটক করে পুলিশে খবর দেন।

ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এসময় কমিউনিটি সেন্টার থেকে শিবিরের বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়েছে। এছাড়া আটকদের ৪৩ জনের মধ্যে ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে।