ঝালকাঠিতে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
ঝালকাঠিতে ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বরিশালে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা শাখার সভাপতি রনি খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হাজী দানেস বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শহীদুল ফাইম, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শাখার সাধারন সম্পাদক নাজিউর রহমান, বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক আতিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিমন হোসেন, সুজন ইসলাম, আব্দুল্লাহ খান, মো. আখছার, রফিকলি ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঝালকাঠিতে ভিপি নুরের সংগঠন ছাত্র, যুবঅধিকার পরিষদ পরিচিতি সভায় ঝালকাঠি জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।
বক্তারা এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এই ঘটনার দাঁদ ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ছাত্রলীগের ফেওর শাখার সাধারণ সম্পাদক নাদিম মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের সদস্যরা এ হামলা চালিয়েছে। এতে ছাত্র ও যুবঅধিকার পরিষদের নেতারা হামলায় গুরুতর আহত হয়েছে।
এদিকে ঝালকাঠি সদর উপজেলার ইকো পার্কে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের পরিচিতি সভায় হামলার ঘটনার বিচার দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
সংগঠনটির নেতা ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর অন্যায়ভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে। ৭ দিনের মধ্যে ঝালকাঠিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আগামী শুক্রবার ঢাকার মহাসমাবেশ করা হবে।