শহীদ নূর হোসেন দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্থানস্থ জিরো পয়েন্টে নূর হোসেনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সংগঠনের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে যুবলীগ কর্মী নূর হোসেন শহীদ হন। বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান ধারণ করে নূর হোসেনের মহান আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বিরল। এদিন হাজারো প্রতিবাদী যুবকের সঙ্গে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিলেন নূর হোসেন।
স্বৈরাচারের লেলিয়ে দেওয়া বাহিনী নির্বিচার গুলি চালিয়ে তার বুক ঝাঁজরা করে দেয়। গুলিতে আরও শহীদ হন যুবলীগ নেতা নুরুল হুদা বাবুল ও কিশোরগঞ্জের বাজিতপুরের খেতমজুর নেতা আমিনুল হুদা টিটো। নূর হোসেনের আত্মত্যাগে স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান ও তিন জোটের সংগ্রাম অপ্রতিরোধ্য রূপ লাভ করে। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার সরকারের পতন ঘটে। দেশে কায়েম হয় দীর্ঘদিনের লালিত স্বপ্ন গণতন্ত্র।