জেলহত্যা দিবস কাল, নানা কর্মসূচি ছাত্রলীগের

  © ফাইল ফটো

আগামীকাল সোমবার (৩ নভেম্বর) শােকাবহ জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযােদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। দিবসটি উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ সোমবার (২ নভেম্বর) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সূর্যোদয়ের সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালাে পতাকা উত্তোলন এবং কালাে ব্যাজ ধারণ; সকাল ৮টায় ধানমন্ডিস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ; সকাল ৮:৪৫ মিঃ বনানী কবরস্থানে ১৫ আগস্টের কালরাতে নিহত সকল শহীদ ও কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় নেতৃবৃন্দের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

এতে আরও বলা হয়, পরে ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল এবং রাজশাহীতে জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবরে পুস্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মােনাজাত; বিকেলে সাড়ে তিনটায় জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়ােজিত আলােচনা সভায় অংশ নেবে ছাত্রলীগ।


সর্বশেষ সংবাদ