‘আইনের মারপ্যাঁচ’ থেকে মানুষকে রক্ষায় রাব্বানীর বিশেষ উদ্যোগ
‘আইনের মারপ্যাঁচে’ পড়ে অনেক অসহায় মানুষের বিভিন্ন সময়ে হয়রানির শিকার হওয়ার নজির রয়েছে। এর থেকে মুক্তি দিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। নিজের গঠিত টিম পজিটিভ বাংলাদেশের (টিপিবি) মাধ্যমে এসব মানুষকে সহযোগিতা করবেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। রাব্বানী লিখেছেন, ‘আকাশেতে যত তাঁরা, আইনে আছে তত ধারা’, আইনের সেই ধারার মারপ্যাঁচ আর জটিল ও দীর্ঘসূত্র আইনী প্রক্রিয়ায় প্রতিনিয়ত সীমাহীন ভোগান্তি, বিড়ম্বনা আর অন্যায় নিপীড়নের শিকার হচ্ছেন অসংখ্য ভুক্তভোগী।
তুলনামূলক দুর্বল ও আর্থিকভাবে অসচ্ছল অসহায় মানুষ অন্যায়, জুলুম, শোষণের নির্মম শিকার ও প্রাপ্য ন্যায়বিচার না পেয়ে প্রতিকার বঞ্চিত হয়ে অথবা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফেঁসে কতশত অমূল্য জীবন নষ্ট হয়ে যায়, তার খবর কি কেউ রাখে!
অসহায় ভুক্তভোগীদের সঠিক আইনগত পরামর্শ ও সেবা প্রদানের মাধ্যমে ন্যায়বিচার ও প্রতিকার নিশ্চিত করতে ইতিবাচক, মানবিক ও সামাজিক কাজের সার্বজনীন প্লাটফর্ম, টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)-এর মুকুটে যুক্ত হচ্ছে আরো একটি অনন্য পালক, টিম পজিটিভ বাংলাদেশ লিগ্যাল সার্ভিস।
তিনি বলেন, আইনগত সহায়তা ‘দাতা ও গ্রহীতা’র মাঝে পারস্পরিক সেতুবন্ধন ও যোগসূত্র স্থাপনের এই প্লাটফর্মে জয়েন করলেই আপনি ‘সদস্য’ হিসেবে এই মহতী কার্যক্রমে অংশ নিতে পারবেন। ইতিবাচক মানসিকতা ও মানবিক হৃদয়ের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আইনের ছাত্র, সম্মানিত শিক্ষকগণ, উচ্চ ও নিন্ম আদালতের শিক্ষানবিশ ও দক্ষ আইনজীবীগণ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সম্মানিত বিচারকগণ, সরকারি-বেসরকারি আইন কর্মকর্তা, আইন-আদালত সংশ্লিষ্ট যেকোনো শ্রেণি-পেশার মানুষ এবং সর্বোপরি অসহায় ভুক্তভোগী; সবাইকে আমাদের টিপিবির বিশেষায়িত এই ইউনিটে স্বাগত জানাই।
রাব্বানী বলেন, ‘আপনার ন্যায়সংগত যেকোনো প্রয়োজনে সঠিক আইনি সহায়তা ও পরামর্শ প্রদানে নিঃস্বার্থ সাহায্য করতে ‘টিপিবি- লিগ্যাল সার্ভিসেস’ প্রতিশ্রুতিবদ্ধ। সততা, একতা, ও মানবিকতার মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলার লক্ষ্যে, টিপিবি সদা ন্যায়ের পক্ষে।’