ইতিবাচক সাড়া পেলে জেলা-উপজেলায় টিপিবির কমিটি

  © টিডিসি ফটো

দেশব্যাপী ইতিবাচক সাড়া পেলে জেলা-উপজেলায় টিম পজেটিভ বাংলাদেশ (টিপিবি) সাংগঠনিক স্ট্রাকচার গঠন করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

আজ বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে গোলাম রাব্বানী জানান, টিম পজেটিভ বাংলাদেশ (টিপিবি) একটি অরাজনৈতিক, ইতিবাচক, সামাজিক ও মানবিক কাজের প্লাটফর্ম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রত্যেক শ্রেণি-পেশার মানুষেরই নিজ অবস্থান থেকে দেশ, সমাজ ও মানুষের জন্য ইতিবাচক অবদান রাখার যথেষ্ট সুযোগ রয়েছে।

রাব্বানী জানান, আমরা সবাই এখন টিপিবির সদস্য হিসেবে ইতিবাচক, মানবিক কাজের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জনের সর্বাত্মক চেষ্টা করবো। এরপর সবার পজেটিভ রেসপন্স পেলে, সদস্যদের মেধা, যোগ্যতা ও শ্রমের মূল্যায়ন নিশ্চিত করেই শিক্ষাপ্রতিষ্ঠান, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়নসহ প্রয়োজনীয় সকল সাংগঠনিক স্ট্রাকচার প্রস্তুত করা হবে।

এর আগে গত সোমবার (১৭ আগস্ট) ‘টিম পজেটিভ বাংলাদেশ (টিপিবি)’ নামে নতুন একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশের কথা জানিয়েছেন গোলাম রাব্বানী।

তিনি বলেন, ‘প্রকৃত দেশপ্রেমিক, ইতিবাচক মানসিকতার, মানবিক হৃদয়ের যেকোনো সুহৃদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থেকে দেশ, মাটি ও মানুষের জন্য কাজ করতে পারবেন, এমন একটি অরাজনৈতিক, সামাজিক ও মানবিক প্লাটফর্ম হিসেবে শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে, টিম পজেটিভ বাংলাদেশ (টিপিবি)।


সর্বশেষ সংবাদ