রিক্সাচালকদের ফরমালিনমুক্ত আম দিল ছাত্র অধিকার পরিষদ
অসহায় রিক্সাচালকদের মধ্যে রাজশাহীর ফরমালিনমুক্ত আম বিনামূল্যে সরবরাহ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর শাখা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগ রেলগেইট থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত মোট ২০ জন রিক্সাচালককে ৩ কেজি করে আম দেওয়া হয়।
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগরের এক সদস্য পৃথু বলেন, ‘মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। আজ রিক্সাচালক মামাদের আম দিতে পেরে খুব ভালো লাগছে।’ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগরের আরেক সদস্য আবু সাঈদ খান বলেন, ছাত্র অধিকার পরিষদ মানুষের জন্য কাজ করে যায়। দেশের মানুষের জন্য যে কোনভাবে সাহায্য করতে পারলেই আমরা খুশি।
সৈয়দ সামিউল ইসলাম বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সারাদেশের জন্য কাজ করছেন। হামলা-মামলার পরও মানুষের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তার সংগঠনের ঢাকা মহানগর শাখায় যুক্ত হয়ে আমরা শুরু থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তিন বলেন, করোনায় আমরা অনেক মানুষকে সাহায্য করেছি। তারই ধারাবাহিকতায় আজ অসহায় রিক্সাচালকদের কিছু আম দেয়ার ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের।’
আম বিতরণকালে অন্যান্যেদের মধ্যে সাইফুল, নিশো, সিয়াম, রাফি ও সামিউল উপস্থিত ছিলেন।