শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের দাবি ইশা ছাত্র আন্দোলনের
করোনাভাইরাসের কারণে দেশব্যাপী সৃষ্ট অর্থ সংকটের দরুন গোপালগঞ্জের বাসা/মেসসমূহের ভাড়ার বিষয়ে বাসা মালিকদের সহনশীল হবার দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখা।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) ইশা ছাত্র আন্দোলন, বশেমুরবিপ্রবি শাখার সভাপতি মুহাম্মদ আল-আমিন হোসাইন ও সাধারন সম্পাদক মুহাম্মদ রাজন সিকদার গণমাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে মেস মালিক ও সংশ্লিষ্ট সকলের প্রতি এ সংকটপূর্ণ সময়ে ছাত্রদের প্রতি সহনশীল হবার আহবান জানান।
বিবৃতিতে তারা বলেন, বিশ্বময় ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ১৮ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র-ছাত্রী মেস ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন। মেস মালিকরা ভাড়া আদায়ের জন্য নানা ভাবে চাপ দিচ্ছেন।
তারা বলেন, অভিভাবকদের আয় বন্ধ হওয়ায়, আর্থিকভাবে অসচ্ছল অনেক ছাত্র-ছাত্রী তাদের মেস ভাড়া পরিশোধ করতে সক্ষম হচ্ছেন না। উক্ত পরিস্থিতির কথা বিবেচনা করে নেতৃদ্বয় গোপালগঞ্জের সকল মেস মালিকের প্রতি মেস ভাড়া মওকুফ করার জন্য মানবিক আহবান জানান।
এছাড়া নেতৃদ্বয় সকল ছাত্র সংগঠনকে উক্ত বিষয়ে জনসচেতনতার জন্য কাজ করার আহবান জানান। পাশাপাশি গোপালগঞ্জ পৌরসভা ও সংশ্লিষ্ট সকলকে মেস ভাড়া মওকুফ করার বিষয়ে পদক্ষেপ নেবার আহবান জানান তারা।