২৩ এপ্রিল ২০২০, ১৯:১৬

ফসলের মাঠে ধানের শীষের কর্মীরা (ভিডিও)

  © সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তারের কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। এ অবস্থায় জমির পাকা ধান কাটতে গিয়ে অসহায় অবস্থায় পড়েছেন কৃষকরা। সারাদেশের আবাদি জমিতে বোরো মৌসুমে কৃষকদের পাকা ধান কাটতে গিয়ে শ্রমিক সংকট চরমে পৌঁছেছে।

এ অবস্থায় সাধারণ কৃষকদের পাশে দাড়িয়েছেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হয়ে কৃষকদের পাকা ধান কাটতে সহযোগিতা করছেন। এমনকি বাড়িতেও পৌঁচে দিচ্ছেন। তাদের এ ধরণের কর্মকাণ্ডের প্রশংসাও করেছেন অনেকে।

জানা গেছে, করোনার কারণে অসহায় হয়ে পড়া কৃষকদেরকে সহযোগিতা করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রী ছাত্রদল। সে অনুযায়ী, করোনা থেকে নিরাপদে থেকে যতটুকু সম্ভব কৃষকদেরকে সহযোগিতা করতে বলা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে ছাত্রদলের নেতাকর্মীদেরকে কৃষকের পাকা ধান কেটে দেয়ার খবর পাওয়া গেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দেশের যেকোন দুর্যোগে ছাত্রদলের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে আছে। এবারও করোনাভাইরাসের মোকাবিলায় কাজ করছে ছাত্রদল।’

তিনি বলেন, ‘সারাদেশে কৃষকরা পাকা ধান নিয়ে বিপাকে আছেন। তাদেরকে সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। সে অনুযায়ী সবাই কাজ করছে। করোনা থেকে নিরাপদ থেকে যতটুকু সম্ভব কৃষকদেরকে সহযোগিতা করতে বলা হয়েছে।’

জানা গেছে, বিএনপির নির্দেশনায় করোনা মহামারিতে কৃষকের ফসল (ধান) ঘরে তোলাকে নির্বিঘ্ন করতে কাজ করছে ছাত্রদল। সে অনুযায়ী সারাদেশের প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা কলেজ ছাত্রদলকে ধান কাটা কর্মসূচি হাতে নেওয়ার জন্য বিশেষ ভাবে নির্দেশ দেয়া হয়েছে। সে কর্মসূচির ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার শেরপুর জেলা ছাত্রদল ও কিশোরগঞ্জ জেলা ছাত্রদল ধানকাটা কর্মসূচি বাস্তবায়ন করে।

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক নাইমুল হাসান আনন্দের নির্দেশনায় এ কর্মসূচি পালন করছেন তারা। সভাপতি শওকত হোসেন বলেন,  ‘আমাদের সাংগঠনিক অভিভাবক করোনা মহামারিতে যাতে দরিদ্র কৃষকের ধান নির্বিঘ্নে ঘরে তুলতে পারে সেজন্য তাদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের অসহায় ও নিপিড়ীত মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল ও স্বচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গরীব ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দিচ্ছেন তারা। আজ বৃহস্পতিবার উপজেলার নগরপাড়া বিলের দুজন কৃষকের ধান  কেটে দিয়ে এ কার্যক্রমের সূচনা করেন তারা।

উপজেলা ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, ‘আমরা আদ‌র্শিক রাজনী‌তি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালবাসার প্রতীক পাকা ধান নষ্ট হচ্ছে শ্রমিক না পাওয়ার কারণে। ধানের শীষের প্রতি ভালবাসা আমাদের জমিতে শ্রম দিতে আসতে বাধ্য করেছে। ধান কাটার পর মাড়াই করে কৃষকের বাড়িতে ফসল পৌছে দেবো।’

করোনার কারণে হাওরাঞ্চলে শ্রমিক সংকট থাকায় তাহিরপুরে ধান কেটে দিচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার উপজেলার ইউনুছপুর গ্রামের কৃষক আক্কাস আলীর ধান কেটে দেন তারা। জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মো. তারেক মিয়ার নির্দেশনায় এক একর জমির পাঁকা ধান কেটে দেন নেতাকর্মীরা।

এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকের পাকা ধান কাটতে চাত্রদল নেতাদের সহযোগিতা করার খবর পাওয়া গেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন বলেন, ‘বিভাগীয় সাংগঠনিক টিমগুলো সাংগঠনিক অভিভাবকের নির্দেশনা মতো জেলার নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে কর্মসূচি পালন করে আসছি। এখনো করোনাভাইরাস মোকাবেলায় কর্মসূচি চলমান আছে।নেতাকর্মীরা তাদের সামর্থের সর্বোচ্চটুকু দিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। খাদ্যসামগ্রী বিতরণ, জীবাণুনাশক স্প্রে, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করছে।’

ভিডিও: শেরপুরে কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।