প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রলীগের উপহার ‘তারুণ্যের আলোয় শেখ হাসিনা’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে একটি বইয়ের মোড়ক উন্মোচন করো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করেন। ৭৩ জন তরুণ লেখকের লেখা নিয়ে বইটি তৈরি করা হয়েছে।
‘তারুণ্যের আলোয় শেখ হাসিনা’ শিরোনামে বইটি শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূনর্মিলনীতে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তারা দু’জন সম্পাদনা করেছেন বইটি।
সাদ্দাম হোসেন বইটি সম্পর্কে ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘তারুণ্যের আলোয় শেখ হাসিনা’ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি ‘ড্রিম প্রজেক্ট’। এ বইয়ে দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে লিখেছেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের ৭৩ জন আলোকিত তরুণ, যারা আলোকপাত করেছেন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে।
লেখকের তালিকায় যেমন আছেন জয়া আহসান-মাশরাফি-সাকিবের মত তারকা, তেমনি লিখেছেন সাহিত্যিক-গল্পকার-কবি-চিত্রশিল্পী-তথ্য-প্রযুক্তিবিদ-উদ্যোক্তা-সরকারি কর্মকর্তা- রাজনীতিবিদ-সাংবাদিক-পরিচালক-উন্নয়নবিশেষজ্ঞ-গবেষক-ব্যাংকার-কৃষিবিদ-চলচ্চিত্রপরিচালক- পরিবেশ বিজ্ঞানী-শিক্ষক থেকে শুরু করে ছাত্রনেতা পর্যন্ত।
আমাদের ভাবনাটা ছিল, শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে বইটা প্রকাশ করার, সেজন্যই ৭৩ সংখ্যাটা এসেছে। নানা কারণে প্রকাশ করতে একটু বিলম্ব ঘটল এবং যেটা শেষ পর্যন্ত আরো ভাল হল একারণে যে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুতনয়ার মাধ্যমেই এটির মোড়ক উন্মোচন হল।
বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ, ভূমিকা লিখেছেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। উপদেষ্টা সম্পাদক ছিলেন ড. বিশ্বজিৎ ঘোষ। ফ্ল্যাপে লিখেছেন সর্বজনশ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ ছাত্রলীগের প্রতি যারা আমাদের সবরকম সহায়তা করেছেন, দিকনির্দেশনা দিয়েছেন।
এ বইয়ের পেছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের সবার জন্য ভালোবাসা। সংগঠনের সাবেক নেতৃবৃন্দ আমাদের মূল্যবান পরামর্শ দিয়েছেন। আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুক সম্ভব শুভানুধ্যায়ীদের কাছে বইটি পৌঁছানোর।
অন্যদের কাছে অনুরোধ থাকবে অন্যপ্রকাশ প্রকাশনা থেকে বইটি সংগ্রহের। আসছে একুশে বইমেলায় অন্যপ্রকাশের স্টলেও এটি পাওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য, রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধুতনয়া শেখ হাসিনার বিজয় সর্বব্যাপি হোক- এটুকুই প্রত্যাশা।