পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূ্ল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
মধুর ক্যান্টিন থেকে দুপুরে মিছিলটি বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশ থেকে পেঁয়াজসহ প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনশীল পর্যায়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়। এছাড়া মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করার আহবান জানান তারা।
বেশকিছুদিন ধরে ঘোষণা দিয়ে নিয়মিত বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ করবেন তারা।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম শমসের আলী আর নেই

মাভাবিপ্রবিতে গণঅভ্যুত্থানের ৩ আগস্ট স্মরণে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা

জবি রেজিস্ট্রারের ‘অসৌজন্যমূলক আচরণে’ ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা, পদত্যাগের দাবিতে মানববন্ধন
