বিএনপি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদলের দুই পক্ষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ জুন ২০১৯, ১২:১০ PM , আপডেট: ২৫ জুন ২০১৯, ১২:৪১ PM
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি নিয়ে সৃষ্ট অচলাবস্থার মধ্যেই আবারো সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে তফসিলের পক্ষে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সঙ্গে বয়সসীমা বাতিল করে নিয়মিত কমিটি করার পক্ষে থাকা বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে ঘোষিত তফসিলের পক্ষে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী সকাল থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় তারা তফসিলের পক্ষে নানা ধরণের স্লোগান দেন। কার্যালয়ের ভেতরেও অবস্থান নেন অনেকে।
পরে সোয়া ১২টার দিকে গত কয়েকদিন ধরে বয়সসীমা বাতিল করে ধারাবাহিক কমিটির পক্ষে আন্দোলন করা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সেখানে ভাংচুর চালান উভয় পক্ষের নেতাকর্মীরা।