২৯ জানুয়ারি ২০২৬, ২৩:৫২

শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম দিনের কার্যক্রম

শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম দিনের কার্যক্রম  © সংগৃহীত

ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্ট ২০২৫’-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রজেক্ট ডিসপ্লে এবং ক্যাপচার দ্য ফ্ল্যাগ (সিটিএফ)— এই দুই ইভেন্টের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রমের সমাপ্ত হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম দিনের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস-চ্যান্সেলর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. চৌধুরী মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

প্রধান অতিথি ড. চৌধুরী মাহমুদ হাসান তার বক্তব্যে বলেন, ইসলাম কখনোই বিজ্ঞানবিমুখ নয়; বরং কুরআন ও হাদিসে বারবার চিন্তা, গবেষণা ও সৃষ্টিজগত নিয়ে গভীরভাবে অনুধাবনের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা যদি মানবকল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে পরিচালিত হয়, তবে তা ইবাদতের মর্যাদা লাভ করে।

তিনি আরও বলেন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তরুণ প্রজন্ম কেবল দেশ ও জাতির উন্নয়নেই ভূমিকা রাখতে পারে না, বরং আদর্শিক ও নৈতিক সমাজ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন তরুণদের সৃজনশীলতা ও চিন্তাশক্তি বিকাশে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রতিটি ইভেন্ট থেকে নির্বাচিত ৫ জন করে মোট ১০ জন অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান করা হয়। ক্যাপচার দ্য ফ্ল্যাগ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে টিম ‘ব্লাইন্ড ভাইরাস’ এবং দ্বিতীয় স্থান অর্জন করে টিম ‘ডিইউ দুধভাত’। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে যথাক্রমে টিম ‘লাক অফ আ বেটার নেইম’, টিম ‘ডিইউ ব্ল্যাক নুডলস’ এবং টিম ‘সাইবার রোকী’।

অন্যদিকে প্রজেক্ট ডিসপ্লে ইভেন্টে ‘স্মার্ট স্যালাইন সিস্টেম’ প্রজেক্ট উপস্থাপন করে প্রথম স্থান অর্জন করে টিম রেডিয়াম। ‘রোড সেফটি সিস্টেম’ প্রজেক্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে টিম পাইরেটস অব দ্য ইনোভেশন। ‘স্মার্ট মুভিং ডাস্টবিন’ প্রজেক্ট উপস্থাপন করে তৃতীয় স্থান অর্জন করে টিম প্ল্যানেটস এবং ‘হেলথ হ্যাবিট ট্র্যাকার রোবট’ প্রজেক্ট নিয়ে চতুর্থ স্থান অর্জন করে টিম নোভা। এছাড়া ‘রোবট বেইজড এয়ার ডিফেন্স সিস্টেম’ প্রজেক্ট উপস্থাপন করে পঞ্চম স্থান অর্জন করে টিম আল-বেরুনী।

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট, সার্টিফিকেট ও আকর্ষণীয় গিফট হ্যাম্পার প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) সম্পাদক সাইদুল ইসলাম, সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।