‘সংস্কার ও গণভোটের প্রশ্নে তারেক রহমান গুপ্ত রাজনীতি করছেন’
সংস্কার ও গণভোটে ‘হ্যাঁ’ প্রশ্নে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুপ্ত ও মুনাফেকির রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম। গণভোটের ক্যাম্পেইন চালাইতে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিএনপির পক্ষ থেকে বাধা এবং হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মুঈনুল ইসলাম অভিযোগ করে লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাতে গেলে বিএনপির নেতাকর্মীরা বাধা দিচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং হুমকি দিচ্ছে। আমাদের ঝিনাইদহ জেলা আহ্বায়ক জানাচ্ছেন, নিষিদ্ধ আওয়ামী লীগও সেখানে এসব কর্মকাণ্ডে বিএনপিকে পুরোপুরি ইন্ধন দিচ্ছে।
তিনি লিখেছেন, বিএনপি একদিকে কেন্দ্রীয়ভাবে দ্বিতীয় সারির দুয়েকজন নেতার মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান জানান দিচ্ছে, অন্যদিকে দলীয় চেয়ারম্যান নিজে নীরব থাকছেন। একই সময়ে বিএনপির তৃণমূলে আবার ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে প্রচারণা চালানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, সংস্কার এবং জুলাই সনদকে একাত্তরবিরোধী অ্যাজেন্ডা হিসেবে উপস্থাপন করে ৭১ এবং ২৪ কে মুখোমুখি দাড় করানো হচ্ছে।
সংস্কার ও গণভোটে ‘হ্যাঁ’ প্রশ্নে তারেক রহমান গুপ্ত ও মুনাফেকির রাজনীতি করছেন উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা লিখেছেন, এই দ্বিচারিতা ও মুনাফেকির রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে। নির্বাচনের আগেই তারেক রহমানকে সংস্কার এবং গণভোটে ‘হ্যাঁ’ প্রশ্নে স্পষ্ট ও দ্ব্যর্থহীন বার্তা দিতে হবে। ২ হাজার শহীদের রক্তের সাথে এ ধরনের দ্বিচারিতামূলক রাজনীতির প্রতি ঘৃণা ও ধিক্কার জানাই