২৯ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭

জামায়াত নেতা হত্যাসহ নির্বাচনকালীন নারী অবমাননার প্রতিবাদ

বিক্ষোভ কর্মসূচি  © সংগৃহীত

শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ডসহ সারাদেশে নারীর প্রতি অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জকসুর বামপন্থী প্যানেল মওলানা ভাসানী ব্রিগেড। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে ক্যাম্পাস জুড়ে মিছিল করেন তারা। এ সময় বামপন্থী প্যানেলের জিএস প্রার্থী ইভান তাহসীব, এজিএস প্রার্থী শামসুল আলম মারুফ, শিক্ষার্থী কল্যাণ ও সমাজসেবা পদপ্রার্থী অমরিন জাহান অপি, কার্যনির্বাহী সদস্য প্রার্থী রিতিকাসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বিক্ষোভে তাজওয়ার নামে এক শিক্ষার্থী বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে নারীদের প্রতি আক্রমণ হচ্ছে। শেরপুর জামায়াত নেতাকে 'রাজনৈতিক হত্যা' করা হচ্ছে। আমরা চাই এসব বন্ধ হোক। সর্বোপরি ওসমান হাদী, দীপু চন্দ্র দাস, আয়শা ও তোফাজ্জলদের হত্যার বিচার চাই। 

তিনি বলেন, এসব আচরণ আমরা কাম্য করি না। যার যে পরিচয় হোক না কেন, এসবের আমরা বিচার চাই। অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।