আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্রশিবির
আজ রাজশাহী সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রশিবির। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, নির্বাচনী খুন ও নারীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিএনপির রাজনীতিকে ‘নীতিবহির্ভূত’ আখ্যা দিয়ে এ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি ফাহিম রেজা বলেছেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দুর্নীতি, চাঁদাবাজি ও খুনের বদলে একটি সুস্থ ধারার রাজনীতির স্বপ্ন দেখেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে ৫ আগস্টের পর বিএনপির দলীয় অন্তর্দ্বন্দ্বে দুই শতাধিক খুনের ঘটনা ঘটেছে। আমরা আশা করেছিলাম তারেক রহমান দেশে ফিরলে দলীয় শৃঙ্খলা ফিরবে এবং তার আই হ্যাভ এ প্ল্যান বক্তব্য আমাদের আশ্বস্ত করেছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তার আগমনের পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বরং সহিংসতা বেড়েছে। এই নীতিবহির্ভূত রাজনীতির প্রতিবাদে আজ আমরা তারেক রহমানকে লাল কার্ড প্রদর্শন করছি।’
তিনি অভিযোগ করেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচনকে কেন্দ্র করে গতকাল দেশে প্রথম খুনের ঘটনা ঘটেছে। বগুড়া শেরপুর উপজেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার প্রদান অনুষ্ঠানে জামায়াতের প্রার্থীর উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা নৃশংস হামলা চালায়, যাতে জামায়াতের উপজেলা সেক্রেটারির মতো একজন নেতা প্রাণ হারান। এই খুনের বিচার দাবি করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেভাবে অরাজকতা তৈরি করা হচ্ছে, তাতে সাধারণ মানুষের মনে আশঙ্কা তৈরি হচ্ছে যে নির্বাচনের দিন হয়তো ভোটারদের ভোটকেন্দ্রে যেতেও বাধা দেওয়া হবে।’
বিশেষ করে নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ফাহিম রেজা বলেন, ‘গত তিন দিনে বাংলাদেশের ৬০টির বেশি জায়গায় নারীদের ওপর হামলা হয়েছে। নারীরা কেন বোরকা বা হিজাব পরে ভোট চাইতে যাচ্ছে—এই অজুহাতে হামলাকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। একদিকে প্রশ্ন তোলা হয় জামায়াত কেন নারী প্রার্থী দেয়নি, অন্যদিকে নারীরা ভোট চাইতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
তিনি একে নারী রাজনীতির লিটমাস টেস্ট হিসেবে উল্লেখ করেন এবং অবিলম্বে নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডকে ফুটবল খেলার ‘ফাউল’-এর সঙ্গে তুলনা করে শিবিরের এই নেতা বলেন, ‘ফুটবল খেলায় কেউ ফাউল করলে তাকে যেমন লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়, রাজনীতিতেও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একের পর এক ফাউল করে যাচ্ছে। তারা বিরোধীদলের ওপর হামলা করছে এবং নারীদের লাঞ্ছিত করছে। গতকাল তারা এই নির্বাচন উপলক্ষে প্রথম খুনটি করল। এই সকল নীতিবহির্ভূত কাজের বিপরীতে আজ আমরা তারেক রহমানকে লাল কার্ড প্রদর্শন করতে এসেছি।’
ফাহিম রেজা বলেন, ‘তারেক রহমান আজ রাজশাহীতে আসছেন। আমরা চাই তার নির্বাচনী কর্মকাণ্ড যেমন সুষ্ঠুভাবে চলুক, তেমনি তার বিপরীতে যারা নির্বাচন করছেন তাদের কর্মকাণ্ডও যেন নির্বিঘ্ন হয়। কিন্তু হামলা ও খুনের মাধ্যমে সেই পরিবেশ নষ্ট করা হচ্ছে। এমতাবস্থায় নির্বাচন শান্তিশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসার জোর দাবি জানাই।’