২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪

দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল

ইমরান হোসেন ও মাকসিদুল আলম রোহান  © সংগৃহীত

যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন ও পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহানের পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাদের ওপর আর কোনো ধরনের বিধিনিষেধ রইল না।

বুধবার (২৮ জানুয়ারি) যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন ও পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহানের ইতিপূর্বে বহিস্কার করা হয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পরামর্শক্রমে দুই ছাত্রনেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী। তারা দলীয় সিদ্ধান্ত ও নিয়ম-নীতি-শৃঙ্খলা মেনে আগামী দিনে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও দল-দলীয় প্রতীকের বিজয় নিশ্চিতে সর্বোচ্চ ভূমিকা রাখবেন আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

এর আগে, ২০২৫ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইমরান হোসেন ও মাকসিদুল আলমকে বহিষ্কার করা হয়েছিল। পদ ফিরে পেয়ে মাকসিদুল আলম রোহান বলেন, মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। একই সাথে কেন্দ্রীয় ছাত্রদল ও যশোর জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাক।ও সাংগঠনিক সম্পাদকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামনের দিনে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে নিতে চান ওই দুই ছাত্রনেতা।