২৭ জানুয়ারি ২০২৬, ১৯:৫৪

হিজাব-নিকাব পরা নারীদের নিয়ে ছাত্রদল নেতা— ‘দেখলে ভয় লাগে, কেমন জানি ভূতের মত’

ছাত্রদল নেতা তুহিন রানা ও তার কমেন্টের স্ক্রিনশট  © সংগৃহীত ও সম্পাদিত

হিজাব-নিকাব পরিহিত নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা। এমন নারীদের দেখতে কালো ভূতের মত লাগে বলে মন্তব্য করেছেন তিনি। উল্লেখ করেছেন, হিজাব পরিহিত নারীদের দেখলে তিনি ভয় পান। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি পোস্টের কমেন্টে তার এমন বক্তব্যে ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের ডাকা সম্মেলনের একটি সংবাদের নিচে এমন মন্তব্য করেন তুহিন রানা। তিনি কমেন্টে লিখেছেন, ‘ওই সমস্ত মহিলাদের দেখলে ভয়ও লাগে, কেমন জানি ভূতের মত। নারীদের দিয়ে প্রচারণা করার প্রবণতা এত কেন?’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছেন, তুহিন রানার এ ধরনের বক্তব্য অবমাননাকর। বিশেষ করে দায়িত্বশীল পদে থেকে পর্দানশীন নারীদের নিয়ে তার এই মন্তব্য শিক্ষার্থীদের বিস্মিত করেছে। কারণ হিজাব-নিকাব কিংবা বোরকা কেবল জামায়াতে ইসলামী কিংবা ছাত্রীসংস্থার নারীদের পোশাক নয়, এর সঙ্গে ধর্মীয় অনুশাসনও জড়িয়ে রয়েছে। দেশের প্রায় ৯০ শতাংশ মুসলমান জনগোষ্ঠীর বড় একটি অংশই পর্দার বিষয়ে সচেতন। ফলে তার এই মন্তব্য তাদের আঘাত করে।

বেরোবির একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, পর্দানশীন নারীদের ‘ভূতের মত লাগে’ বলে মন্তব্য করে বেরোবি ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা কুরূচিপূর্ণ মানসিকতার পরিচয় দিয়েছেন। তার এই বক্তব্য নারীদের প্রতি চরম অবমাননাকর এবং নারীর মর্যাদার পরিপন্থী।

এ বিষয়ে তুহিন রানার সাথে যোগাযোগ করা হলে বিষয়টি অকপটে স্বীকারও করেছেন তিনি। তুহিন রানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘হ্যাঁ, মহিলারা যখন কালো বোরখা, হিজাব, নিকাব পরে, তখন তাদের দেখতে কালো ভূতের মত লাগে, আমি এই সেন্সে বলেছি।’

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।