২৩ জানুয়ারি ২০২৬, ২৩:০৪

‘জু’মা আসে জু’মা যায়, হাদি হত্যার বিচার নাই’

ঢাবি এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান  © টিডিসি

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও হাদির কবরস্থানের সামনে মানববন্ধন করেন তারা। 

এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ডাকসু ও ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা, জবি শাখা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও জকসু নেত্রী শান্তা আক্তারসহ প্রমুখ। 

‘জু’মা আসে জু’মা যায়, হাদি হত্যার বিচার নাই’, হাদি হত্যার ৩৬ দিন, বিচাই কই ইন্টেরিম, জাস্টিস ফর হাদিসহ নানা স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে হাদির কবরের সামনের সড়কে অবস্থান করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন  পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।