দুপুরে ছাত্রদলের সুপার ফাইভকে অবাঞ্ছিত ঘোষণা : রাতে শোকজ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন ও সদস্য সচিব সেলিম রেজাসহ আহ্বায়ক কমিটির শীর্ষ পাঁচ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে শাখা ছাত্রদলের একাংশ। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলন করে দলটির নেতা-কর্মীরা।
এ ঘটনায় রাতে তিতুমীর কলেজ ছাত্রদলের সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যাখ্যা তলব করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
এতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজ শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠা নেতারা হচ্ছেন- কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিরাজ আল ওয়াসী, আকরাম হোসেন টোটন, মো. আক্তার হোসেন, সিহাব উদ্দিন সিয়াম, রিমু হোসেন, জিহাদ হাওলাদার, মো. আবু বকর সিদ্দিক বাবু, মো. হাসান মির্জা, সোহাগ হোসেন, আবু হুজাইফা, মো. রকি, মো. নোবেল হোসেন সূর্য, তাইজুল ইসলাম, কামাল হোসেন। এছাড়াও রয়েছেন আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান চয়ন, জহিরুল ইসলাম ইয়ামিন, মেহেদী হাসান মাল।