তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল পৌনে চারটার দিকে মিছিলটি ঢাবির টিএসসি থেকে শুরু হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রোকেয়া হলের পার্শ্ববর্তী যাত্রীছাউনিতে এসে মিছিলটি শেষ হয়।
এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছ’, ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘তিস্তা নদী বহমান, তারেক রহমান’, ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘দেশনায়ক তারেক রহমান বিগত ১৫ বছর বিদেশে বসে এদেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে তিনি অচিরেই স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আমরা তার এ প্রত্যাবর্তনকে স্বাগত জানাই।’
তিনি বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সাম্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রে পরিণত করার জন্য আমি ছাত্রদলের সবাইকে আহ্বান জানাচ্ছি।’
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আমরা মনে করি তার এ আগমনে এদেশে গনতন্ত্রের নতুন দ্বার খুলবে। দেশ আবার গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে।’