২০ ডিসেম্বর ২০২৫, ২০:০৬

কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ছাত্রদলের কর্মসূচি স্থগিত

ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়  © লোগো

অনিবার্য কারণে জাতীয়তাবাদী ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন দল-দীপশিখা’র মোড়ক উন্মোচনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর দলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামীকাল ২১ ডিসেম্বর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ত্রৈমাসিক ম্যাগাজিন দল-দীপশিখা'র মোড়ক উন্মোচনের যে আয়োজনটি ছিল; তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। অনুষ্ঠান স্থগিতের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

মোড়ক উন্মোচনের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী (পিএইচডি)-এর বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।