০৪ ডিসেম্বর ২০২৫, ২২:০৪

শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী দুর্নীতি-চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চাই, পাবনায় শিবির সভাপতি

জাহিদুল ইসলাম  © টিডিসি ফটো

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জুলাই আন্দোলনের ছাত্র জনতা শহীদ হয়েছে। চাঁদাবাজির জন্য ছাত্র জনতা জুলাই আন্দোলন করে নাই। বর্তমান বাংলাদেশে আর লুটপাটের রাজনীতি চলবে না। সততা, দক্ষতা ও যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে আগামী নির্বাচনে নির্বাচিত করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পাবনার সাথিয়ার ফুটবল মাঠে রাতে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। আয়োজিত ছাত্র যুব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান।

তিনি আরো বলেন, দেশের ছাত্র যুবকেরা সচেতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারকে পলায়ন করতে বাধ্য করেছে। নির্বাচনে ইতোমধ্যেই ছাত্রদের বিজয় প্রমাণ করে সচেতন ছাত্র জানাতকে আর দাবিয়ে রাখা যাবে না। জাতীয় নির্বাচনে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে। দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। 

পাবনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সমবেত ছাত্র যুব সমাজের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আপনাদের সাথে কাজ করতে চাই। আমি আমার শহীদ পিতা নিজামীর সাহেব ও আমার জন্য দোয়া চাই।