ইডেন কলেজ ছাত্রীদের বিক্ষোভ, ফিরে গেল সেনাবাহিনীর গাড়ি
রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় সেনাবহিনীর দুটি গাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় বাধা দেন ছাত্রীরা। পরে সেনাবাহিনীর গাড়ি ফিরে যায়।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টার পর কলেজের ২ নম্বর গেটের আজিমপুর-নীলক্ষেত সড়ক অবরোধের পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, বেলা ১১টা ১৫ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধের সময় সেনাবাহিনীর দুটি গাড়ি আটকে পড়ে। এ সময় সেনা সদস্যরা সড়ক ছেড়ে দেওয়ার আহবান জানালেও আন্দোলনরত ছাত্রীরা সেটি প্রত্যাখ্যান করেন। পরে সেনাবাহিনীর গাড়ি দুটি ফিরে যায়।
আন্দোলনকারীরা ৫ দফা দাবিগুলো হলো: ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা, কোনো বিভাগ বিলুপ্ত না করা, বিশ্ববিদ্যালয়ের সময় ২৪ ঘণ্টা বহাল রাখা, ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা এবং ইন্টারমিডিয়েট কার্যক্রম চালু না করা, এবং কলেজকে একমাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করা। শিক্ষার্থীরা বলছেন, এই দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা আন্দোলন অব্যাহত রাখবেন।