০১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৭

‘২২ তারিখেই জকসু নির্বাচন দিতে হবে’—খাদিজাতুল কুবরা

খাদিজাতুল কুবরা  © সংগৃহীত

যথাসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের জিএস পদপ্রার্থী ও শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক খাদিজাতুল কুবরা। আজ সোমবার (১ ডিসেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজ আইডিতে এ তথ্য জানান তিনি। 

ফেসবুক পোস্টে খাদিজাতুল কুবরা বলেন, ‘অবিলম্বে ক্যাম্পাস খুলে দিয়ে ক্লাস চালু করতে হবে এবং স্থগিত পরীক্ষা, ভাইভাগুলো নিয়ে নিতে হবে। সেই সাথে ২২ তারিখেই জকসু নির্বাচন দিতে হবে এবং সম্পূরক বৃত্তির আপডেট জানাতে হবে। প্রশাসনকে এবার কোনো ছাড় নয়!’

এদিকে ক্যাম্পাস বন্ধের আড়ালে জকসু নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সেক্রেটারি ও ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ। তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে ক্যাম্পাস খুলে দিতে হবে। জকসু নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্রই শিক্ষার্থীরা মেনে নিবে না। ১৬ হাজার শিক্ষার্থীর স্বপ্নকে কেউ বন্ধক রাখতে পারবে না, ইনশাআল্লাহ।’