ভূমিকম্পে মেডিকেল ছাত্র নিহতের ঘটনায় ছাত্রশিবিরের শোক
পুরান ঢাকার কসাইটুলিতে ভূমিকম্পে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থী রফিউল ইসলামসহ তিনজন নিহতের ঘটনায় শোক জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মেডিকেল জোন শাখা শিবিরের প্রচার সম্পাদক আরমানুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, ‘পুরান ঢাকার কসাইটুলিতে ভূমিকম্পে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পথচারীর উপর পতিত হওয়ার ঘটনায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলামসহ তিনজন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাঁদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’
এতে আরও বলা হয়, ‘মানবসেবায় ব্রত নেওয়া সদ্য মেডিকেল জীবন শুরু করা এক মেধাবী ছাত্রের এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে অশেষ ধৈর্যের শক্তি দান করুন।’
শোকবার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোনের পক্ষ থেকে আমরা রাফিসহ নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা নিহতদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। একই সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট পক্ষকে এ ধরনের দুর্ঘটনার কারণ অনুসন্ধান, তদন্ত ও প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’