তারেক রহমানের জন্মদিন ও বয়সের সাথে মিল রেখে ছাত্রদল নেতার ব্যতিক্রমী কর্মসূচি
২০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ২০টাকা প্রতীকী মূল্যে ৬১টি বই এবং সাথে একটি করে চারাগাছ বিতরণ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির চত্বরে এ ব্যতিক্রমী কর্মসূচির বাস্তবায়ন করে ছাত্রদল নেতা শাকিল পরিচালিত সংগঠন ‘শুভোদয় – নতুন দিনের সন্ধানে’।
এ কর্মসূচি আয়োজন প্রসঙ্গে জাহিদ হাসান শাকিল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জনাব তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষ্যে ৬১ টি বই এবং ২০ নভেম্বর জন্মদিন তাই ২০ টাকা প্রতীকী মূল্যে দেওয়া হয়েছে। জন্মদিনে আড়ম্বর আয়োজন না করে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ তৈরি করাই আমাদের উদ্দেশ্য। সে কারণেই বইকে কেন্দ্র করে এই ছোট পরিসরের আয়োজন করেছি।
তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, অর্থনীতি ও সমকালীন রাজনীতি বিষয়ে মোট ৬১টি বই স্টলে রাখা হয়।
ছাত্রদলের এই নেতা আরও বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট লীগ জনাব তারেক রহমানের কোন বক্তব্য মিডিয়াতে প্রচার করতে দেয়নি। তবে সত্য কখনো চেপে রাখা যায় না, তা প্রকাশ হবেই ।