১২ নভেম্বর ২০২৫, ২০:১৮

আ.লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

খুলনা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল  © টিডিসি

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর ছাত্রশিবির। আজ বুধবার (১২ নভেম্বর) বিকাল সোয় ৪ টায় নগরীর ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।

আওয়ামী গণহত্যার বিচার, জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে ছাত্রশিবিরের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশ শেষে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছিল। জুলাই বিপ্লবের ১৫ মাস পার হলেও গণহত্যাকারী ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের কোনো বিচার আজও করতে পারেনি। আর এই বিচার না হওয়ায় পতিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নাশকতার পায়তারা করছে।’

তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার মাধ্যমে ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের মাধ্যমে ফ্যাসিজমের সূচনা করে। এরই ধারাবাহিকতায় পিলখানা গণহত্যা, শাপলা চত্বরের ন্যাক্কারজনক গনহত্যা, আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে বিক্ষুব্ধদের গণহত্যাসহ সর্বশেষ জুলাই গণহত্যার মাধ্যমে ফ্যাসিজমের পূর্ণতা পায়। এতকিছুর পরেও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী ফ্যাসিস্টদের বসিয়ে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা ইন্টেরিমকে বলতে চাই, ফ্যাসিস্টদের বিচার না করলে ছাত্রসমাজ আবারও রাজপথে নেমে আসবে।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছি, ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করে একটি দল জুলাই সনদের পক্ষে গনভোটের বিরোধিতা করে যাচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, নতুন করে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন না। আমরা ছাত্রজনতাকে সাথে নিয়ে যেভাবে পতিত ফ্যাসিবাদকে উপড়ে ফেলেছি, ঠিক তেমনি নব্য ফ্যাসিবাদকেও দমন করবো। নিষিদ্ধ আওয়ামীলীগ ঘোষিত কর্মসূচি নিয়ে পতিত ফ্যাসিস্টদের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ১৩ নভেম্বর ফ্যাসিস্টদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করতে ছাত্রশিবির সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে, ইনশাআল্লাহ।

মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন, খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবুজর গিফারী, খুলনা জেলা উত্তরের সভাপতি ইউসুফ ফকির, বাগেরহাট জেলা সভাপতি মোরশেদ আলম, সাতক্ষীরা জেলা সভাপতি জোবায়ের হোসেন, নড়াইল জেলা সভাপতি এস এম সালাহউদ্দিন, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান, খুলনা জেলা উত্তরের সেক্রেটারি ইলিয়াস হোসেন,  সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান, নড়াইল জেলা সেক্রেটারি তাজ মোহাম্মদ, খুলনা মহানগর শাখার দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমাদ সালেহীন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক নাঈম হোসাইন প্রমুখ।