১৩ মে ২০১৯, ২১:২২

ছাত্রলীগের কমিটিতে পদ পেলেন ডাকসুর ১১ নেতা

বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিলের পরবর্তী ১১মাস অপেক্ষার সোমবার বিকালে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত ৩০১ সদস্যের এ কমিটিতে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১১ জন নেতা।

কমিটিতে রয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তিনি ডাকসুরও সাধারণ সম্পাদক (জিএস)। সহ-সভাপতি পদ পেয়েছেন ডাকসুর সদস্য নজরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ডাকসুর ছাত্র পরিবহণ সম্পাদক শামস-ঈ নোমান।

সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ডাকসুর দুই নেতা। তারা হলেন— ডাকসুর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ও সদস্য সাবরিনা ইতি। এছাড়াও সাহিত্য সম্পাদক হয়েছেন ডাকসুর সংস্কৃতি সম্পাদক অাসিফ তালুকদার। উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদ পেয়েছেন ডাকসুর সদস্য ফরিদা পারভীন। উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন ডাকসুর মোট তিনজন সদস্য। তারা হলেন— তিলোত্তমা শিকদার, বিএম লিপি ও নিপু ইসলাম তন্বী। এছাড়াও সদ্য ঘোষিত এ কমিটি উপনাট্য ও বিতর্ক সম্পাদক হয়েছেন ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন।

উল্লেখ্য, গত বছরের ১১-১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আড়াই মাস পর সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানীর নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

রীতি অনুযায়ী সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা। কিন্তু দুই সদস্যের এ কমিটির মেয়াদ প্রায় ১১ মাসের মাথায় এসে অবশেষে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো।

আরো দেখুন: মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পদবঞ্চিতদের উপর হামলা, আহত ১০ (ভিডিও)

আরো দেখুন: রাব্বানীর জেলা থেকেই পদ পেল ২২ জন

আরো দেখুন: ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা (তালিকা)