কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু
‘দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা শুরু হয়েছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) ফরহাদ হোসেন, এজিএস মহিউদ্দীন খান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) ভিপি (সহসভাপতি) মো. ইব্রাহিম হোসেন, জিএস (সাধারণ সম্পাদক) সাঈদ বিন হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির সহ ছাত্রসংসদগুলোর কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।
জুলাই আন্দোলনে চট্রগ্রামের শহীদ শান্ত এর মা বক্তব্য প্রদান করেন।
সঞ্চালনা করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুল ইসলাম পলাশ, জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়েরসহ শিবির ও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।