০২ নভেম্বর ২০২৫, ১৯:১২

তড়িঘড়ি করছে শিবির, দীর্ঘায়িত করতে চায় ছাত্রদল: ছাত্রশক্তির অভিযোগ 

সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন তড়িঘড়ি করে আয়োজনের চেষ্টা করছে শিবির, আর ছাত্রদল সেটিকে টেনে দীর্ঘায়িত করতে চাইছে—এমন অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তি। রবিবার (২ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ছাত্রশক্তির নেতারা।

সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির সদস্য সচিব শাহিন মিয়া বলেন, ‘একটি সংগঠন নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে, আরেকটি সংগঠন তড়িঘড়ি করে নির্বাচন দিতে চাইছে। আমরা চাই এমন একটি নির্বাচন, যেখানে শিক্ষার্থীরা অবাধভাবে অংশ নিতে পারবে, এবং সবাই সমান সুযোগ পাবে। নির্বাচন কমিশন যেন প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একটি গ্রহণযোগ্য সময়সূচি ঘোষণা করে এবং কোনো পক্ষের প্রভাবে না পড়ে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের যে সাহসী ও নিরপেক্ষ ভূমিকা দেখানোর কথা, আজকের মতবিনিময় সভায় আমরা তা দেখতে পাইনি।’

আহবায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। কিন্তু শিক্ষার্থীদের ক্ষতি হবে এমন সময়ে নির্বাচন চাই না। এখন দেখা যাচ্ছে, শিবির তড়িঘড়ি করে নির্বাচন চায়, আর ছাত্রদল সেটিকে টানাহেঁচড়া করে দূরে নিতে চাইছে, যেখানে জাতীয় নির্বাচনও সামনে।’

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কমিশনের কার্যকলাপে আমরা হতাশ। তারা বলছে, না পারলে ছেড়ে চলে যাবে। ৩৮ বছর পর যখন জকসু নির্বাচন হচ্ছে, তখন তাদের আরও দৃঢ় অবস্থান নেওয়া উচিত ছিল। আচরণবিধি লঙ্ঘন করলে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে, তারা কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি।’