২১ অক্টোবর ২০২৫, ১৯:৪২

জুলাই জাদুঘর স্থাপনসহ ৮ দাবিতে মাভাবিপ্রবি ভিসিকে ছাত্রশিবিরের আবেদন

স্মারকলিপি হাতে শিবিরের নেতারা  © টিডিসি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা সমাধান ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিতে লিখিত আবেদন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দের কাছে সংগঠনটির পক্ষ থেকে সভাপতি মো. হাফিজুর রহমান ও সেক্রেটারি রাহাদুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে ৫২ দফা প্রস্তাবনা দেওয়া হলেও এখনো অনেক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান হয়নি। শিক্ষার্থীদের ক্রমবর্ধমান দুর্ভোগ লাঘব ও একাডেমিক পরিবেশ স্বাভাবিক রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

ছাত্রশিবিরের পক্ষ থেকে উপস্থাপিত ৮টি জরুরি দাবি হলো পরীক্ষার উত্তরপত্রে দ্রুত ইউনিক কোড বাস্তবায়ন; ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফল প্রকাশের ব্যবস্থা; পোষ্য কোটা বাতিল; হল ও ক্যাফেটেরিয়ায় বিশুদ্ধ পানির সংকট নিরসন; অনাবাসিক শিক্ষার্থীদের জন্য টোকেন কাটার ব্যবস্থা; মাকসুর রোডম্যাপ ঘোষণা; চলতি সেমিস্টারের ফাইনাল পরীক্ষা রমজানের আগে শেষ করার উদ্যোগ ও জুলাই জাদুঘর ও জুলাই নামফলক স্থাপন।

শিবিরের নেতারা বলেন, শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণ ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

তারা প্রশাসনের কাছে জোর দাবি জানান, উল্লেখিত ৮ দফা বাস্তবায়নে তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।