১৯ অক্টোবর ২০২৫, ২২:৫৯

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের বিক্ষোভের ডাক

ছাত্রদলের লোগো  © সংগৃহীত

পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা জোবায়েদ হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল সোমবার (২০ অক্টোবর) সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেছেন।