জুলাই সনদে ‘জুলাই আহত বীর’ স্বীকৃতিসহ ৩ দাবি জুলাই যোদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশন ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ জুলাই অভ্যুত্থানে আহতদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, মর্যাদা এবং আইনগত সুরক্ষারসহ ৩ দফা দাবি জানিয়েছে ‘জুলাই যোদ্ধা’ নামে একটি সংগঠন।
আজ বুধবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি ।
তাদের দাবিগুলো জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ত্যাগ স্বীকৃতিস্বরূপ ‘জুলাই আহত বীর’ হিসেবে রাষ্ট্রীয় সম্মান দেওয়া; আহতদের জন্য আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা; এই দাবিগুলো ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করা।
জুলাই গণঅভ্যুত্থানে এক হাত হারানো আতিকুল ইসলাম বলেন, ‘আমরা জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা, রাষ্ট্রের কাছে আমাদের রক্ত ও আত্মত্যাগের স্বীকৃতি দাবি করছি। আমরা কোনো অনুগ্রহ নয়, আমাদের ন্যায্য অধিকার চাই। আমরা চাই, রাষ্ট্র আমাদের আইনগত ও সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা দিক।’