প্রস্তাবিত মডেলের বিরোধীতা করে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বিক্ষোভ
অধ্যাদেশের খসড়ায় ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির প্রস্তাবিত মডেল স্কুলিং পদ্ধতির বিরোধীতা করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে ঢাকা কলেজ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। রবিবার ( ১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় সাইন্সল্যাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভটি ঢাকা কলেজের মূল ফটক থেকে শুরু হয়। এরপর শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড় প্রায় দশ মিনিট অবরোধ করেন। এতে যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের জায়গার মধ্যে ইউনিভার্সিটি করার যে অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে আমরা এখানে অবস্থান কর্মসূচী ও শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করছি৷ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে আমরা। কিন্তু যে মডেল দেওয়া হয়েছে তা ঢাকা কলেজের অস্তিত্ব সংকটে পড়বে। আমরা এর সমাধান চাই। এবং অধ্যাদেশের এই খসড়া বাতিল চাই। এই মডেল বাস্তবায়ন হলে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমরা এটা কখনো হতে দিব না।
সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়ালিদ হাসান রাহিম বলেন, আমরা সাত কলেজের অনার্সের শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়। তারা বিশ্ববিদ্যালয় চাইতে পারে। কিন্তু যে কাঠামোতে বিশ্ববিদ্যালয় হবে সে কাঠামো নিয়ে আমার আপত্তি রয়েছে। আমরা মনে করি এই মডেলটি আমাদের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। যদি খুব দ্রুত এ সকল সমস্যার সমাধান না হয় তাহলে আমরা খুব দ্রুত বড় কোন আন্দোলনে যাব। আমরা উচ্চমাধ্যমিকরে শিক্ষার্থীরা আমাদের অস্তিত্বের জন্য লড়ছি।
এসময় তারা অধ্যাদেশের পূর্বে সব নীতিনির্ধারকের সাথে কথা না বলায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।