২৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:১৯
ইবনে সিনা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা, নেতৃত্বে ওয়াফি-তাহমিদ
ইবনে সিনা মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন ওয়াফি ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন তাহমিদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসনাইন আহমেদ রাইদ।
নবনির্বাচিত নেতারা বলেন, ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নীতি ও আদর্শ বাস্তবায়নে তারা আন্তরিকভাবে কাজ করে যাবেন।
তারা আরও বলেন, ভবিষ্যতে চিকিৎসক হিসেবে মানুষের সেবা করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে তারা নিরলসভাবে কাজ করে যাবেন।