আলাদা মনোনয়ন নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা, প্যানেল ঘোষণা কাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে আলাদা আলাদা মনোনয়ন ফরম নিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে প্যানেল ঘোষণা করবে সংগঠনটি। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে চাকসু ভবনে নির্বাচন কমিশনের অফিস থেকে মনোনয়ন ফরম নেন তারা।
জানা গেছে, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একক প্যানেল ঘোষণা করবে সংগঠনটি। ইতোমধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ অন্যান্য প্রায় সব পদেই প্রার্থী নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র।
সহ-সভাপতি পদপ্রত্যাশী শাখা ছাত্রদল নেতা মো. শাফায়াত বলেন, আমরা আজকে প্রায় সবাই নিজেদের মতো মনোনয়ন নিয়েছি। আগামীকাল আমাদের প্যানেল ঘোষণা করা হবে। আশা করছি নির্বাচন কমিশন একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিবে।
গতকাল মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন কেন্দ্রীয় সংসদে ২৬ ও হল সংসদে ২ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। এরমধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ছিল ৭জন। আজ দ্বিতীয় দিনে এসে মনোনয়ন ফরম একশ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এবারের নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তরের বাইরেও এমফিল ও পিএইচডির শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মতো ওএমআর পদ্ধতিতেই ভোট দেবেন শিক্ষার্থীরা।
তফসিল অনুযায়ী, গতকাল থেকে শুরু হয়েছে মনোনয়ন ফরম বিতরণ, যা চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। এবং ১৭ সেপ্টেম্বর শুধু মনোনয়ন ফরম জমা দিতে পারবে প্রার্থীরা। ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।