১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬

কারামুক্ত হলেন ডাকসুর ভিপি প্রার্থী জ্বালাময়ী জালাল

কারামুক্ত জালাল  © সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালাল জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তার জামিন মঞ্জুর করেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি কারামুক্ত হন।

জানা যায়, গত ২৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে রুমমেট রবিউল হককে কাঠের চেয়ার ও টিউবলাইট দিয়ে আঘাতের অভিযোগ ওঠে টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী জালালের বিরুদ্ধে। পরদিন তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। জালালের অনুপস্থিতিতেই গত মঙ্গলবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

জামিন শুনানিতে জালালের আইনজীবী রফিকুল ইসলাম (হিমেল) বলেন, 'আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। তাকে হয়রানির জন্য মামলায় জড়ানো হয়েছে। কথিত ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।' তিনি আরও জানান, জালাল ১৯ সেপ্টেম্বরের বিসিএস পরীক্ষার প্রার্থী। তাই যেকোনো শর্তে তার জামিনের আবেদন করেন তিনি।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসরাত জাহান জামিনের বিরোধিতা করেন। তবে শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় এবং বিসিএস পরীক্ষার এডমিট কার্ড প্রদর্শনের শর্তে জামিনের আদেশ দেন। পরে আইনজীবী রফিকুল ইসলাম জানান, জালালের জামিননামা দাখিল করা হয়েছে এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই।