১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৩

ছাত্রীদের ৫ হলের ভোট: সাদিক কায়েমের কথাই সত্যি হলো

সাদিক কায়েম  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণার সময়  শিবির মনোনীত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ‘আমাদের বোনরা ইসলামী ছাত্রশিবির বা আমাদের জোটকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবে। আমরা তাদের কাছ থেকে অনেক বেশি রেসপন্স পাচ্ছি। ছেলেদের ভোট নিয়ে কনফিউশন থাকলেও, ছাত্রী বোনদের ব্যাপারে আমরা কনফিডেন্ট।’ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল তার এই মন্তব্যকে সত্য প্রমাণ করেছে।

ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রী হল মিলিয়ে তিনি মোট ভোট পেয়েছেন ৫২২৪। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮৬৯ ভোট।  

৫ ছাত্রী হলের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, নব নির্বাচিত ভিপি সাদিক কায়েম, ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৩ হাজার ৩ শ ৫৫। এর মধ্যে রোকেয়া হলে সাদিক কায়েম সর্বোচ্চ ১ হাজার ৪৭২ ভোট পেয়েছেন। একই হলে ছাত্রদলের আবিদ পেয়েছেন ৫৭৫ ভোট। কবি সুফিয়া কামাল হল থেকে সাদিক কায়েম পেয়েছেন ১২৭০ ভোট, অন্যদিকে আবিদ পেয়েছেন ৪২৩ ভোট। 

এছাড়া কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে সাদিক কায়েম পেয়েছেন যথাক্রমে ৬২৬ ও ৭৪২ ভোট। অন্যদিকে আবিদ পেয়েছেন যথাক্রমে ২১০ ও ২২৭ ভোট।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে নব নির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ‘ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙক্ষার বিজয় হয়েছে, শহীদদের বিজয় হয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কাছে আমানত রেখেছে, সেটি রক্ষা করা হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ডাকসুর ভিপি হিসেবে পরিচিত হতে চাই না। আমি কাম্পাসের বোনদের একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই, আমি ক্যাম্পাসের ছোট ভাইদের একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই, বড় ভাইদের স্নেহের ছোট ভাই হিসেবে পরিচয় দিতে চাই। একজন বন্ধুর বন্ধু হিসেবে পরিচয় দিতে চাই। শিক্ষকদের ছাত্র হিসেবে পরিচয় দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আগেও যেভাবে দেখেছেন। এখনও সেভাবেই পাবেন। শিক্ষার্থীদের যেকোনও সমস্যায় পাশে থাকব।’