ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন আরমান হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ক্রাড়ী সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট প্যানেলের আরমান হোসেন। তিনি ভোট পেয়েছেন ৭ হাজার ২৫৫ ভোট। তার নিকটতম প্রার্থী মাোঃ আল-আমিন সরকার পেয়েছেন ৩ হাজার ৮৩১ ভোট, চিমচিম্যা চাকমা পেয়েছেন ৩ হাজার ৭৮৮ ভোট, জহিন ফেরদৌস জামি পেয়েছেন ৩ হাজার ৪৩৮ ভোট, মোঃ সাদিকুজ্জামান সরকার ৩ হাজার ৮০ ভোট।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে এ ফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।
ডাকসুর ভিপি পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ, এবং এজিএস পদে জয় পয়েছেন মহিউদ্দিন খান।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।
এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে প্রায় ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।