০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮

প্রার্থীদের অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য আইটি সহায়তা প্রদানের দাবি উমামার

সংবাদ সম্মেলন   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সকল প্রার্থীরদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে আইটি সহায়তা প্রদানের দাবি জানান ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার প্যানেলে অন্যান্য প্রার্থীদের আইডি ডিজেবল করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। অন্যান্য প্যানেলের বিভিন্ন প্রার্থীদের আইডিতে অ্যাটাক করে ডিজেবল করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা মনে করি ভোটারদের ভোটকেন্দ্রে নিরুৎসাহিত করার জন্য এমনটা করা হচ্ছে। 

উমামা ফাতেমা বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাই আপনারা সকল প্রার্থীদের আইডি নিরাপত্তা নিশ্চিত করতে আইটি সহায়তা প্রদান করুন। যেন প্রার্থীরা অনলাইনে তাদের প্রচারণা করতে পারে, আগামীকাল কোন বিশৃঙ্খলা ছাড়া একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচনে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। 

এছাড়াও ভোটারদের সুবিধার জন্য ভোটকেন্দ্রে নানা ব্যবস্থা রাখার কথা জানান তিনি। তিনি বলেন , গরমের মধ্যে ভোটারদের সুবিধার জন্য ভোটকেন্দ্রে স্যালাইন,পানি, চিকিৎসা সুবিধা, ফ্যান সহ নানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।