ছাত্রদলকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ভিপি প্রার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এক সহ-সভাপতি (ভিপি) প্রার্থী। রবিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো ওই প্রার্থীর নাম মাসুম বিল্লাল। তিনি হল সংসদে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভিপিপ্রার্থী ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মাসুম বিল্লাল। আমি আমার অবস্থান থেকে সরে দাঁড়িয়েছি। আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। আমি জানি কর্মীর চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ।
তিনি আরও বলেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি পূর্ণ শ্রদ্ধাবোধ রেখে আমি ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী মো. আসিকুর রহমান আশিককে সম্পূর্ণ সমর্থন জানিয়েছি।
এর আগে, রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং হল সংসদসমূহে সংগঠনের প্যানেলের বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার না করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫- এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং হল সংসদসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলসমূহ ব্যতীত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেসকল নেতাকর্মী অদ্যবধি নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদেরকে এই সতর্কীকরণ বিবৃতির মাধ্যমে সর্বশেষ সতর্কবার্তা প্রদান করা হলো। আগামী ১২ ঘন্টার মধ্যে উক্ত প্রার্থীরা স্ব স্ব প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।