০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৩

ডাকসু যার পক্ষে‌ই যাক, রাজপথ আমাদের পক্ষেই থাকবে: মেঘমল্লার বসু 

মেঘমল্লার বসু  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু বলেন, ‘ডাকসু যার পক্ষে‌ই যাক না কেন রাজপথ আমাদের পক্ষেই থাকবে। হাসিনার আমলে রাজপথ আমাদের দখলে ছিল, ইউনূসের সময়ে আছি। রাজপথ আমাদের রক্তে রঞ্জিত। এই রাজপথ আমাদের দখলেই থাকবে।’

রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মেঘমল্লার বলেন, ৯ তারিখের ফলাফল যাই হোক আমরা ইতোমধ্যেই জিতে গিয়েছি। জিতে গিয়েছি এই কারণেই যে বাংলাদেশে একটার পর একটা মাজার ভাঙা হয়, আমরা দেখতে পাই মৃত মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়, যখন আমরা দেখতে পাই একের পর এক মব আক্রমণ হয়, একটার পর একটা মোরাল পুলিশিং হয়— তখন আমাদের উপস্থিতির কারণে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীও বাধ্য হচ্ছে বলতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাত বারোটার পর মেয়েদের হল ওপেন রাখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ধর্ম কেন্দ্রিক বিভাজন চলবে না।

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে যখন টাকার খেলা, আন্তর্জাতিক মিডিয়া দিয়ে প্রোমোট করা হচ্ছে, কারসাজি করা হচ্ছে, বড় বড় রাজনৈতিক দল সম্পৃক্ত হয়ে গিয়েছে; সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে নৈতিক লড়াই লড়ছেন, সেই লড়াইয়ের ফল নয় তারিখে কী হবে তা জানি না। তবে আমরা বিশ্বাস করি ৯ তারিখে আমরাই বিজয়ী হব।