০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৮

ডাকসু: প্রচারণা শেষে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

লোগো  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হচ্ছে রবিবার (৭ সেপ্টেম্বর)। প্রচারণা শেষে পুরো ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৮ আগস্ট) এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

শনিবার (৬ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সকল হল শাখা ছাত্রদলের নেতাকর্মীগণ নিজ নিজ হল প্রাঙ্গনে এবং এছাড়া ক্যাম্পাসের অন্য সকল অঙ্গনসমূহে বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃবৃন্দ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই কর্মসূচি গ্রহণ করেছেন এবং সকল নেতাকর্মীকে অত্যন্ত সুশৃঙ্খল ও কার্যকরীভাবে উক্ত কর্মসূচিকে সফল করার জন্য সর্বাত্মক ভূমিকা রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন।