৩০ আগস্ট ২০২৫, ১৯:৪৩

জাকসু নির্বাচন: ভিপি পদ শূন্য রেখেই ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্যানেল ঘোষণা

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে সংশপ্তক পর্ষদ’ প্যানেল ঘোষণা করা হয়  © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদ শূন্য রেখেই ‘সংশপ্তক পর্ষদ’ নামে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) ও ছাত্রফ্রন্ট জোট।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে জাবি শাখা ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি জাহিদুল ইসলাম ইমন এই প্যানেল ঘোষণা করেন।

ঘোষিত সংশপ্তক পর্ষদ প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন এবং সহ-সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।

এ ছাড়া তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে  সৈয়দ তানজিম আহমেদ, সহ-সমাজসেবা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা এবং শিক্ষা গবেষণা-বিষয়ক সম্পাদক  তানজীল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভিপি পদে প্রার্থী না দেওয়া প্রসঙ্গে জাহিদুল ইসলাম ইমন বলেন, ‘প্রগতিশীল শিক্ষার্থীদের প্রয়োজন সত্ত্বেও  বিভিন্ন জটিলতার কারণে এই পদে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। আমরা উক্ত পদে অন্যান্য যেসব প্রগতিশীল ও শিক্ষার্থীবান্ধব প্রার্থী রয়েছে তাদের সমর্থন জানাব।’

আরও বলেন, ‘এই প্যানেলটি একটি সিম্বলিক প্যানেল। যেটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে ঐক্যের আহ্বান করছি। আমাদের সমমনা অন্যান্য পদে যেসব প্রার্থীরা রয়েছেন আমরা তাদেরকে সমর্থন করবো। নির্বাচন যতটুকু না গনতান্ত্রিক হচ্ছে পরবর্তীতে আমাদের কার্যক্রম এখন থেকে আরো বেশি গনতান্ত্রিকভাবে হবে।’

সংশপ্তক পর্ষদের সহসাধারণ সম্পাদক (নারী) সোহাগী সামিয়া বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে প্রচারণা করছেন। ভোটররাও প্রার্থীদের পর্যবেক্ষণ করছেন।

সংশপ্তক পর্ষদের তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার-বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সৈয়দ তানজিম আহমেদ বলেন, ‘আমরা একটা আংশিক প্যানেল দিয়েছি এবং পাশাপাশি অন্যান্য প্যানেলের প্রার্থীর পদসমূহে মুক্তমনা ও প্রগতিশীলদের প্রতি আমরা সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি।’