শাবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের ‘উদীয়মান মেধাবী সম্মাননা’ প্রদান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কৃতী শিক্ষার্থীদের ‘উদীয়মান মেধাবী সম্মাননা' দিয়েছেন শাখা ছাত্রশিবির। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেধাতালিকায় ১ থেকে ৫-এর মধ্যে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (২৪ আগস্ট ) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয় গত শুক্রবার বিকাল ৫টায় সিলেটের সুবিদবাজারস্থ সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়।
শাবিপ্রবির বিভিন্ন বিভাগে যেসব শিক্ষার্থী মেধাতালিকায় ১ থেকে ৫-এর মধ্যে রয়েছে তাদের এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনটির শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাসুদ রানা তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, অপার সম্ভাবনার এই দেশে মানবসম্পদকে দক্ষ করে গড়ে তুলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য মেধাবীদের এগিয়ে আসতে হবে। তাদের অবদানই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসূফ ইসলাহী, সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ প্রমুখ।