২১ আগস্ট ২০২৫, ১৬:১৮

যেভাবে নির্ধারণ করা হয়েছে ছাত্রদলের ডাকসু প্যানেল

ঢাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, গতকাল আমার যে সূচনা করেছি তা বাংলাদেশের কোন ছাত্রসংসদ নির্বাচনে এই ইতিহাস বিরল যে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভ্যন্তরীণ ভোটাভোটির মাধ্যমে তাদের প্রার্থী নির্ধারণ করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে যাওয়ার আগে অভ্যন্তরীণ ভোটাভুটি মধ্যে দিয়ে প্রার্থী নির্বাচন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম ভোটাভোটির মধ্যে দিয়ে একটা সংগঠন প্রার্থী নির্বাচন করেছে আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে। এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দিবেন। সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পাশে ছিল বলেই আমার সংগঠন এতো বড় সিদ্ধান্ত নিতে পেরেছে। 

তিনি আরও বলেন, আমাদের প্যানেলে যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক প্যানেল করার চেষ্টা করেছি। ক্রীড়াবিদ থেকে শুরু করে আদিবাসী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিও রয়েছে, আমাদের বোনদের প্রায়োরিটি দেওয়া হয়েছে। আদিবাসী যে আছেন তাকে এমন না যে কোটার ভিত্তিতে নিয়ে এসেছি। সে তার যোগ্যতার ভিত্তিতে এখানে এসেছে। অর্থাৎ একটা প্যানেলকে ইনক্লুসিভ করার জন্য যে গুণাবলিগুলো দরকার সবগুলোই আমরা এনেছি।