১৭ আগস্ট ২০২৫, ১৩:০৪

শিবিরকর্মীকে রাতভর পেটানোর পর প্রোভোস্ট— ‘যা পেটানোর পিটিয়ে নাও, এরপর পুলিশে দিব’

এস এম ফরহাদ  © টিডিসি সম্পাদিত

বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতনের বিবরণ তুলে ধরেছেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ। শুধু ক্ষমতাসীন ছাত্র সংগঠন নয়, হল প্রভোস্টদের বিরুদ্ধেও নির্যাতনে জড়িত থাকার অভিযোগ করেছেন তিনি। শনিবার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন তিনি। 

উদাহরণ হিসেবে তিনি বলেন, আমাদের জিয়া হলের শিবির সেক্রেটারি মারুফকে সারারাত পেটানো হয়েছে। এরপর জিয়া হলের তৎকালীন প্রভোস্ট তাকে টেনে থানায় নিয়ে গেছে। যেখানে তাকে বাঁচানোর কথা, উল্টা পুলিশে দিয়েছে। রাকিব নামে এক শিবির কর্মীকে ছাত্রলীগ সারা রাত পিটিয়েছে। পিটাতে পিটাতে মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। এ সময় প্রভোস্ট এসে বলেন যে, ‘যা পেটানোর পিটিয়ে নাও, এরপর পুলিশে দিব’।

বিস্তারিত দেখুন ভিডিওতে