ছাত্রদল-শিবির-বাগছাস নিয়ে অনেক কাহিনী হচ্ছে, বাম সংগঠনগুলোর কমিটির কী হবে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে ছাত্র সংগঠনের ঠান্ডা পানির ফিল্টার দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। ছাত্রদল-শিবির-বাগছাস নিয়ে অনেক কাহিনী হলেও বাম সংগঠনগুলোর কমিটির কী হবে, সে প্রশ্নও তুলেছেন তিনি।
শনিবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবরার ফাইয়াজ লিখেছেন, ‘ঢাবিতে হলে হলে ঠান্ডা পানির ফিল্টার ফেলে দেওয়া দেখে একটা জিনিস বুঝলাম না, হলের ফিল্টার কেন ছাত্র সংগঠনের থেকে নিতে হবে?’
তিনি বলেন, ‘আমাদের তো ছাত্ররাজনীতি নেই, অথচ আমার তিতুমীর হলেই ৯টা ঠান্ডা পানির ফিল্টার, ৪টা ইউনিলিভার পিউরইট, ৪টা নরমাল আরও, আর দুইটা হাই ফ্লো ফিল্টার আছে। যার মধ্যে নরমাল আরও ৪টা বাদে সবগুলোই গত দেড় বছরে দিতে দেখলাম। এগুলো দেবে অথোরিটি, ছাত্রসংগঠন কেন!’
আরও পড়ুন: হল রাজনীতি নিষিদ্ধের পর মধ্যরাতে ঢাবিতে ককটেল বিস্ফোরণ
আবরার ফাইয়াজ আরও বলেন, ছাত্রদল-শিবির-বাগছাস নিয়ে অনেক কাহিনী হচ্ছে শুনছি, কিন্তু বাম সংগঠনগুলোর কমিটির কী হবে? এই শাহবাগ অঞ্চলে এদের প্রভাব সম্ভবত অনেক বেশি, ইভেন বুয়েটেই দেখেছি জুলাইয়ের আন্দোলনের মধ্যেও রিক্রুটমেন্টের চেষ্টা করে। কেন পুঁজিবাদি ব্যবস্থার বিরুদ্ধে বিপ্লব দরকার তার লিফলেট বিলি করেছে পোলাপানের ইনবক্সে। যদিও কেউ বেল দেয়নি।’